¡Sorpréndeme!

Viral Video: \'হাতকড়া\' এড়াতে মলে ভয়াবহ কাণ্ড

2022-08-24 0 Dailymotion

করোনা ধরা পড়তেই জোর করে বন্ধ করে দেওয়া হয় শপিং মল। শুধু তাই নয়, এক ক্রেতার কোভিড ধরা পড়তেই, সেখানে হাজির প্রত্যেককে জোর করে নিভৃতবাসে পাঠানোর চেষ্টা করা হয় সাংহাইয়ের এক শপিং মলের তরফে। ফলে ওই শপিং মলের দরজায় হুড়োহুড়ি পড়ে যায়।